Header Ads

আনারস আর দুধ একসাথে খেয়ে এক ভয়ঙ্কর মিথ্যা বিভ্রান্তির অবসান!

আনারস আর দুধ একসাথে খেয়ে এক ভয়ঙ্কর বিভ্রান্তির অবসান!




আমি সেই ছোটবেলা থেকেই আমার গার্ডিয়ান, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশি এমনকি বাংলাদেশের যে স্থানে গিয়েছি, সবজায়গায়, সবার মুখে শুনে আসছি আনারস আর দুধ একসাথে খাওয়া যাবেনা। একসাথে খেলে মারাক্তক দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভয়ংকর বিপদের মুখোমুখি হতে হয়। এটা মৃত্যুর মুখে ঠেলে দেয়। এরকম অনেক ধরণের কথা। কিন্তু কেউ কখনো নিজের চোখে দেখেনি, আমিও না।
-
শুধু আমি না, বাংলাদেশের প্রায় সবাই এই ভয়াবহ বিপদবার্তা শুনে শুনে আনারস আর দুধ খেতে এতটাই আতঙ্কিত বোধ করতাম যে, এদুটো একসাথে দেখলেও ভয় পেতাম। অথচ কী আশ্চার্য! কী এক অমূলক ধারণা নিয়ে ভিতীকর অবস্থায় বেঁচে আছি। আনারস-দুধের ভিতীকর পরিস্থিতি জাতীয় বিভ্রান্তিতে রূপ নিয়েছে।
-
সেই ভয়ঙ্কর বিভ্রান্তিকে ভাঙলাম। ভয়কে জয় করলাম। আনারস আর খাঁটি দুধ
একসাথে ব্লেন্ডিং করে খেলাম। আহ! কী দারুণ স্বাদ!! যখন চুমুক দিলাম, কী ভয়টাই না পেয়েছিলাম, ইশ!! জীবন মরনের ভয়!!




-
বন্ধু রবিনকে বলেছিলাম, কোনো সমস্যা হলে পাশে দীন হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে যেও। একথা শুনে ওদের সেকি হাসহাসি!! :-)
আসলে এই বিভ্রান্তিকে প্রথমে ভাঙলেন মোহাম্মদ সালাউদ্দিন ভাই। আমাদেরকে উৎসাহিত করেছেন, ভয় ভেঙে দিয়েছেন। ওনার কথা হলো "আরে ভাই দুটো খাবারই তো হালাল, হালাল খাবারে রিএকশান হবে কেনো?"
তাইতো! আসলে সত্যিই তাই হয়েছে। আল্লাহর রহমাতে কোনো রিএকশান হয়নি। কোনো প্রবলেমে পড়িনি। আপনারা যারা এই লেখাটি পড়ছেন, তারা একটু সাহস নিয়ে খেয়ে দেখতে পারেন। আমি বলছি, ইনশা আল্লাহ কোনো সমস্যা হবে না।
-
সালাউদ্দিন ভাই আপনাকে কী বলে কৃতজ্ঞতা জানাবো, জানিনা। শুধু থ্যাঙ্কস ফরএভার!! লাভ ইউ ডিয়ার!!
__  সাজিদ আল সাহাফ


ফেসবুকে এই পোস্টের অসংখ্য মন্তব্য ও পর্যালোচনা দেখুন ক্লিক করুন এখানে

SASKhan
Deen@id Hospital

You may share this post for break miss concept. and also you may try to take it.

No comments

Powered by Blogger.