দাঁতের স্কেলিং সুপার সেনসিটিভিটি! আমার অভিজ্ঞতা! ডেন্টাল চিকিৎসা!
আজকে একজন রোগীর দাঁতের স্কেলিং করতে বেশ সময় লাগলো। রোগীর মুখের সেনসিটিভিটি সুপার হাই। স্কেলার মেশিনের টিপস মুখের কাছে নিতেই, রোগী আহ! উহ! করে ওঠে।
রোগীর আরামের জন্য স্কেলার পাওয়ার কমিয়ে অনেক সময় নিয়ে স্কেলিং করলাম। এবারে রোগী অনেক খুশি।
রোগীর খুশিটাই আসল। একজন রোগীকে যখন হাসিমুখে বিদায় দিতে পারি, তখন সেটা খুব আনন্দের ও আত্মতৃপ্তির বিষয় হয় নিজের কাছে।
টাকা নিয়ম অনুয়ায়ী আসে। কিন্তু সেটা কতটা সেটিসফ্যাকশনের সাথে আসলো, আমার কাছে এটাই অনেক বড় বিষয়। তাতে হয়ত আমার সময় ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়। হোক, তবুও সেটাই করি, যেটা আমাকে আত্মতৃপ্তি দেয়।
শুভকামনা সকলের জন্য।
আর অবশ্যই তাদের জন্য সতর্কবার্তা!
যারা রাতে ব্রাশ না করেই ঘুমিয়ে পড়েন। আপনি ঘুমিয়ে পড়লেও মুখের ব্যাকটেরিয়া শান্তিতে বিচরণ করে নিভৃতে আপনার দাঁতের সর্বনাশ করে দিচ্ছে। প্রথমে দাঁতের এনামেল ক্ষয় সৃষ্টি করে। তারপর দাঁতের ডেন্টিন ক্ষয় করতে থাকে। সেটা আমরা টের পাইনা বলেই, নাইট ব্রাশিংকে অবহেলা করি।
আর অবশ্যই তাদের জন্য সতর্কবার্তা!
যারা রাতে ব্রাশ না করেই ঘুমিয়ে পড়েন। আপনি ঘুমিয়ে পড়লেও মুখের ব্যাকটেরিয়া শান্তিতে বিচরণ করে নিভৃতে আপনার দাঁতের সর্বনাশ করে দিচ্ছে। প্রথমে দাঁতের এনামেল ক্ষয় সৃষ্টি করে। তারপর দাঁতের ডেন্টিন ক্ষয় করতে থাকে। সেটা আমরা টের পাইনা বলেই, নাইট ব্রাশিংকে অবহেলা করি।
ও হ্যা আরেকটি কথা...
Don't Rush
When You Brush.
Don't Rush
When You Brush.
দাঁতের চিকিৎসার যেকোনো প্রয়োজনে স্বাগতম আপনাকে আমাদের Model Dental Point এ। বিডিএস ডীগ্রীধারী সরকারি মিটফোর্ড হাসপাতালের বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দিয়ে পরিচালিত চিকিৎসা ব্যবস্থা।
যোগাযোগঃ 01911 099 789
Dr. Sazid Al Sahaf
DHMS (Dhaka, Bangladesh)
CCP (Dhaka Medical Institute)
MCH (Dhaka Shishu Hospital)
No comments